পিরোজপুরে বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬
পিরোজপুরে বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে ফজলুল হক (৭২) নামের এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


১১ ডিসেম্বর, সোমবার সকালে মোড়লগঞ্জ উপজেলার পানগুছি নদী থেকে ওই ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।


ফজলুল হক জেলার ইন্দুরকানীর চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের মৃত জেন্নাত আলী শেখের ছেলে।


এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে পা ফসকে ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ জানান, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করি। দুই দিন পর আজ সকালে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।


নিহত ফজলুল হকের ছেলে সেলিম শেখ জানান, আমাদের এক আত্মীয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে মোরেলগঞ্জের যাচ্ছিলাম। ফেরি পারাপারের সময় বাবা মোবাইল ফোনে কথা বলছিলেন। অসাবধানতা বসত ফেরির বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে দুই দিন পর আজ সোমবার সকালে তার মৃতদেহ নদীতে ভেসে উঠে। পরে তার মৃতদেহ পানগুছি নদী থেকে উদ্ধার করা হয়।


চন্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু জানান, দুই দিন পর ফজলুল হকের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আজ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


বিবার্তা/তাওহিদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com