২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ২২:২৮
২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে রেললাইনের ওপরে পড়ার প্রায় সোয়া দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-নোয়াখালী ও সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।


১৭ নভেম্বর, শুক্রবার রাত সোয়া নয়টার দিকে রেলওয়ের মেরামতকারী দলের সদস্যরা ভেঙে পড়া গাছ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।


তিনি জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রেললাইন থেকে গাছ সরিয়ে নেওয়া হয়। এর আগে, গাছ ভেঙে পড়ে ঢাকার সঙ্গে গোটা পূর্বাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।


ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেল স্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছিল।


ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর সব ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com