টাঙ্গাইলে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব পালন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ২২:২৪
টাঙ্গাইলে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব পালন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের মতো টাঙ্গাইলেও ১২ নভম্বের, রবিবার অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব।


উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি, রানী দীনমনি মহাশ্মশানসহ সকল উপজেলার মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান, বাসভবন এবং শ্মশানে ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সারারাত অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হবে শ্যামা পূজা।


হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রয়াত স্বজনের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন।


সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শ্যামা মায়ের পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে।


তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধি বেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন।


বিবার্তা/ইমরুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com