শ্যামলীতে চলন্ত বাসে আগুন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৯:৫৮
শ্যামলীতে চলন্ত বাসে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শ্যামলী এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


১ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি বাসে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। এসময় পথচারীরা আশপাশ থেকে পানি এনে দ্রুত আগুন নেভায়।


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক মোহাম্মদপুর জোন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইমরুল।


তিনি বলেন, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে আউটগোয়িংয়ে ওয়েলকাম পরিবহনের একটি বাসে দুষ্কৃতিকারীরা যাত্রীবেশে আগুন লাগিয়ে নেমে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। ফলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে মানুষ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সবাই যখন মাগরিবের নামাজ পড়ছিল, ঠিক ওই সময় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি সবুজ রংয়ের বাস আসে। বাসটি যাত্রী নামানোর সময় হঠাৎ করে বাসের পেছনে আগুন জ্বলে ওঠে। এ সময় আশপাশের লোকজন দ্রুত পানি এনে আগুন নেভায়।


এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, সন্ধ্যায় শ্যামলী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আশপাশ থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com