
একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১০ মে) সকাল ৭টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (গণভবন) থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে। এ সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার (৯ মে) গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, শুক্রবার সকালে ঢাকার গণভবন থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সফরে প্রধানমন্ত্রী দাড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে 'আমার বাড়ি আমার খামার' কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করবেন।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]