নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের যুবদলের সভাপতি গ্রেফতার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২২:১৭
নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের যুবদলের সভাপতি গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হা'মলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পলাশ থানা পুলিশ ডাঙ্গা ইউনিয়নের যুবদল নেতা মনির উজ্জামানকে গত শনিবার (৫ জুলাই) গ্রেফতার করেছেন।


গত ৩ জুলাই দুপুরে ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় ডাঙ্গা ইউনিয়নের যুবদলের সভাপতি মনির উজ্জামান ও তার লোকজন কারখানার ৬ টি কক্ষে ব্যাপক ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এসময় কারখানার ৭ জন শ্রমিক আহত হন।


মনির উজ্জামানের নেতৃত্বে ২৫—৩০ জনের একটি সশস্ত্র দল নদী পথে দুটি ট্রলারে এসে কারখানার ভিতরে গিয়ে এ হামলা ও লুট পাটের ঘটনা ঘটায়।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় জড়িত মনির উজ্জামানকে ৫ জুলাই গ্রেফতার করা হলেও ৬ জুলাই তার গ্রেফতার নিশ্চিত করেন এবং তার সাথীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com