দৌলতপুরে বিএনপি কর্মী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২৩:০৬
দৌলতপুরে বিএনপি কর্মী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডের অনলাইন আবেদন ও অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে বিএনপি কর্মী আব্দুল আজিজ (৩৫) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।


রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজার এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ ও টায়ার জ¦ালিয়ে এ কর্মসূচী পালন করে তারা।


এর আগে, বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে মথুরাপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন স্কুল বাজার এলাকায় অতিরিক্ত অর্থ আদায় সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি কর্মী পলাশের ছুরিকাঘাতে নিহত হোন আব্দুল আজিজ।


ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুরে নিহতের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকান্ডে জড়িত মাহাবুল মাষ্টার (৫২) কে পুলিশ গ্রেপ্তার করলেও বাঁকীরা পালিয়ে যায়।


নিহত আব্দুল আজিজ মথুরাপুর দর্গাতলার খেলাফতের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। মামলায় অভিযুক্তরাও একই দলের কর্মী ও রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।


মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আব্দুল আজিজ হত্যাকান্ডে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। এসময় নিহতের স্ত্রী রুবিনা খাতুন বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি চরম অসহায় অবস্থায় আছি বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।


এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছি। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। মাহাবুল ছাড়া অন্য কেউ এখনো গ্রেপ্তার হয়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।


বিক্ষোভ ও মানববন্ধন এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com