চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশের টহল জোরদার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২২:২৫
চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশের টহল জোরদার
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।


রবিবার (৬ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গায় এ টহল অব্যাহত ছিল৷ এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম।


সরেজমিনে দেখা গেছে, উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, থানাহাট ইউনিয়নের সবুজপাড়া, কলেজমোড়, পাম্প মোড় ও রমনা ইউনিয়নের শরিফেরহাটসহ বিভিন্ন এলাকায় এ নজরদারি করা হয়।


পুলিশ জানায়, পুলিশ লাইন্স কুড়িগ্রাম ও থানা পুলিশের সমন্বয়ে ওসি আশরাফুল ইসলামের নেতৃত্বে বিশেষ জায়গায় গুলোয় নজরদারি করা হচ্ছে।


ওসি আশরাফুল ইসলাম বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে পুলিশের এই নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।এছাড়াও যে মামলাটি হয়েছে, সে মামলায় আসামিদের গ্রেপ্তারে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে৷


প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহবায়ক ও আবু হানিফা কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এই কমিটি বাতিল দাবী করে ওই দুপুরেই বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশ এবং ওই দিন রাতেই মশাল মিছিল কমিটি বাতিলের দাবি জানান নেতাকর্মীরা। মশাল মিছিলের পর পরই উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারধরের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় একটি মামলা নথিভুক্ত হয়েছে চিলমারী মডেল থানায়।


বিবার্তা/রাফি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com