
ভোলা জেলার সদর উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. ফারুক (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১০ মে, শুক্রবার সকালে উপজেলার আলিনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত ফারুক ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পার্শ্ববর্তী এক ব্যক্তির গাছে উঠে ডাল কাটার সময় পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে অসাবধানতাবশত পৃষ্ঠ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]