
রাজধানীর মিরপুরের কালশীতে একটি প্রিন্টিং কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ধোয়ায় অসুস্থ ৭ শ্রমিককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। রাত ১১ টার দিকে ধোয়ায় অসুস্থদের বার্ন ইনিষ্টিটিউতে নিয়ে আসা হয়।
অসুস্থরা হলেন- সায়মন (২০), স্বপন ঘোষ (৩৬), শফিক (৩৯), নাঈম (২৫), সিজাউল করিম (২২), রাশেদুল ইসলাম (২৩) ও ইব্রাহিম (২৩)।
শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মীদের একজন সোহেল রানা জানান, আমরা মিরপুর সাড়ে ১১ কালশী রোড ব্লক নং ৪ অ্যাভিনিউ ১ এর গোল্ডেন রেইন প্রিন্টিং ফিনিশিং কারখানার কর্মচারী। গতকাল বিকেলের দিকে ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুন লেগে যায় । সেই আগুন পাশে থাকা কাপড়ের কন্টিনারে আগুন লাগে। পরে আমরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলি।
ধোয়ায় আমাদের লোকজনদের শ্বাসকষ্ট হতে থাকলে পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন , ধোঁয়ার কারণে তাদের সামান্য শ্বাসকষ্ট হচ্ছে। তাদের অবজারভেশন রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]