
আজ পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
১০ মে, শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ টি-টোয়েন্টিতে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাসের জায়গা হয়নি আজকের ম্যাচে। এছাড়া অলরাউন্ডার মাহমুদ উল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন আজকের একাদশে নেই।
এই তিন জনের জায়গায় ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
জিম্বাবুয়ে একাদশ:
তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাবা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]