
একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলী বাপ্পী (৩০)-কে দীর্ঘ নয় বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৯ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ওয়াসার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর গ্রামের ছালেহ আহম্মদের ছেলে।
জানা গেছে, ২০১৪ সালের ২৩ জানুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিম (১৭)-কে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রমজান আলী বাপ্পীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে। সে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৯ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গতরাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম বলেন, রমজান আলী বাপ্পীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার (১০ মে) দুপুরে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মনির/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]