খানসামায় প্রতীক বরাদ্দের আগেই জমে উঠেছে ভোটের মাঠ
প্রকাশ : ১০ মে ২০২৪, ১৪:১৬
খানসামায় প্রতীক বরাদ্দের আগেই জমে উঠেছে ভোটের মাঠ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রতীক বরাদ্দের আগেই জমে উঠেছে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের মাঠ। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা কিংবা প্রতিষ্ঠান সব জায়গায় প্রার্থী ও সমর্থকরা গণসংযোগ করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের আড্ডায় কিংবা খোশগল্পে চলছে নির্বাচনী আলোচনা।


আগামী ২৯ মে তৃতীয় ধাপে খানসামা উপজেলায় তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ মে দেওয়া হবে প্রতীক৷ ইতিপূর্বে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. আফতাবউজ্জামান।


এছাড়াও ঋণখেলাপির দায়ে ভাইস চেয়ারম্যান পদে মসউদ চৌধুরী নামে একজনের প্রার্থীতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেছেন বলে জানিয়েছেন সেই প্রার্থী।


এদিকে প্রতীক না পেলেও মনোনয়ন বৈধতা পেয়েই প্রার্থীরা কেউ বসে নেই। ভোটারদের মন পেতে আঁটঘাঁট বেঁধে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া সমর্থন ও ভোট প্রার্থনা করছেন তারা। বিভিন্ন এলাকায় করছেন সৌজন্য সাক্ষাৎ ও উঠান বৈঠক। শুধু তাই নয়, এসব প্রার্থীদের স্বজনরাও নেমে পড়েছেন ভোটের প্রচারণায়।


ভোটাররা বলছেন, সৎ যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি চান তারা। সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন এমন প্রার্থী নির্বাচিত হোক এটাই প্রত্যাশা তাদের।


অন্যদিকে প্রার্থীরাও জানিয়েছেন নির্বাচিত হলে জনগণের পাশে থাকার কথা। খানসামা উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তারা। তরুণ ও যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে কাজ করবেন বলেও জানান প্রার্থীরা।


এবার খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী করবেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।


ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, বর্তমান ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগ নেতা প্রভাষক হাজ্জাজ আল হাদী।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিল আফরোজ পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রাণী রায়, সাংবাদিক সারমিন রহমান ও স্বতন্ত্র প্রার্থী গুলশান জান্নাত সানু প্রতিদ্বন্দ্বী করবেন।


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোস্তম আলী বলেন, ইতঃপূর্বেই মনোনয়ন যাচাই-বাছাই করে তিন পদে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে ও প্রতীক বরাদ্দ ১৩ মে। আগামী আগামী ২৯ মে ব্যালট পেপারে এই উপজেলায় ভোটগ্রহণ হবে।


উল্লেখ্য, খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৫৭ টি ভোটকেন্দ্রে মোট ১৪৭৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৪৭৩৬ জন ও মহিলা ৭২৭৮২ জন।


বিবার্তা/জামান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com