সুন্দরগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৯:০৯
সুন্দরগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারি রেকর্ডকৃত রাস্তা দখলে নিয়ে প্রাচীর নির্মাণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার সাধারণ মানুষ ও মুসল্লিরা।


মঙ্গলবার (২৪ অক্টোবর) এলাকাবাসী ও মুসল্লিরা ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদগাহ মাঠের পবিত্রতা নষ্ট করে এর মধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঈদগাহ মাঠের সভাপতি শাহ মোঃ জরজিস আলী, সেক্রেটারি শাহ মোঃ রেজাউল কবির, বীরমুক্তিযোদ্ধা খাদেম হোসেন, এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আঃ মতিন মিয়া, আতোয়ার রহমান, মধু মিয়া প্রমুখ।


বক্তারা স্থানীয় চেয়ারম্যানের এমন হঠকারিতা, স্বেচ্ছাচারিতা ও বলপ্রয়োগের ন্যায় আচরণের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান। তারা ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।


এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের মুখোমুখি হলে তিনি জানান, আমি যে অবস্থায় রাস্তা পেয়েছি সে অবস্থায় আছি।


এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে কেউ যদি আইনের ব্যত্যয় ঘটায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com