নোয়াখালীতে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাসহ আটক-৪
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১৭:৫৪
নোয়াখালীতে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাসহ আটক-৪
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কামরুন নাহার (২৫), বিবি আয়েশা (২৩), জাহিদুল ইসলাম (২৯) ও রফিক বাইলা (৪০) নামের চরজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে জাহিদুল ও রফিক রোহিঙ্গা। পরে তাদের কাছ থেকে চার হাজার পাঁচশত পিস ইয়াবা, দুটি মোবাইল, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি জব্দ করা হয়।


১৯ অক্টোবর, বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।


আটককৃতরা হচ্ছেন, টেকনাফের পশ্চিম লেদারটাল রোহিঙ্গা ক্যাম্পের ২৫৮ নং কক্ষের আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, লেদা এলএমএস ক্যাম্পের ১৪১নং কক্ষের আবদুল করিমের ছেলে রফিক বাইলা, বেগমগঞ্জের রসুলপুর এলাকার আলী আক্কাস মিয়ার নতুন বাড়ির আবদুর রহিমের স্ত্রী কামরুন নাহার ও একই বাড়ির ফরহাদ হোসেনের স্ত্রী বিবি আয়েশা।


পুলিশ জানায়, দুই রোহিঙ্গা ব্যক্তি কক্সবাজার থেকে পেটের বিতর করে বিশেষ কায়দায় ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন স্থানে পৌঁছে দিতো। এর অংশ হিসেবে বুধবার তারা ইয়াবার একটি চালান নিয়ে বাস যোগে নোয়াখালীর বেগমগঞ্জে আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রসুলপুর এলাকায় অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ। অভিযানকালে আলী আক্কাস মিয়ার বাড়ি থেকে তিন হাজার তিনশত পিস ইয়াবা সহ দুই নারী ও রোহিঙ্গা দুই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের পেটের ভিতর আরও ইয়াবা রয়েছে। তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বিশেষ কায়দায় পেটে করে আনা আরও ১২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/সবুজ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com