
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
১০ মে, শুক্রবার বিকেল ৪টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
আটক ব্যক্তির নাম আবুল কালাম (৩৬)। তিনি টেকনাফের কচুবুনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে টেকনাফের বাহারছড়া ঘাট হয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
একপর্যায়ে সকালে সাবরাং ইউনিয়নস্থ বাহারছড়া ঘাটে সমুদ্র থেকে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক এক ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে (আবুল কালাম) তল্লাশি করে এক লাখ পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]