
লালমনিরহাটে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদের বড় ছেলে আজিজার রহমান ওরফে বাবলুর (৬০) মৃত্যু হয়েছে।
১০ মে, শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিজার রহমান বাবলু। পার্শ্ববর্তী লোকজন বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত লিখিতভাবে কেউ জানায়নি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]