
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৫৫) কে দুর্বৃত্তরা বুকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করেছে।
গুরুতর আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
১০ মে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুন্দশী সি এন্ড বি চৌরাস্তার অদূরে কুন্দশী-মঙ্গলহাটা গ্রামীণ রাস্তার পাশে ছমির শিকদারের বাড়ির সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কুমার কুন্ডু জানান, মোস্তফা কামালের বুকে ও পিঠে গুলিতে জখম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গুলির খবর শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]