দেশ রক্ষায় সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে : এ্যানি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২২:২৫
দেশ রক্ষায় সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মানবিক ও সামাজিক দিক আছে। আমরা সে মানবিকতাকে প্রাধান্য দিয়ে এখানে উপস্থিত হয়েছি। এ দায়িত্ব থেকে আমি মনে করি দেশ রক্ষায় সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।’


শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জেয়ারত শেষে তিনি এসব কথা বলেন।


শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশটা বিনির্মাণ করতে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, যার যার আদর্শিক রাজনীতি থাকতে পারে কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এ ঐক্যটা হতে হবে সুদৃঢ় এবং ইস্পাত কঠিন। বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি প্রাধান্য দেই, গণতন্ত্রের ভীতটাকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে ঐক্যটাকে এগিয়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য নির্বাচন জরুরি।


তিনি বলেন, ‘এটি দুর্ঘটনা হলেও সরকারে দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হলেও তার পরামর্শে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি পরিবারের দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। আমরা এ ঘটনাটি দুর্ঘটনা বলে আমরা এড়িয়ে যাব তা হবে না।’


এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com