
রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাসের ছেলে।
পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন বলেন, সাদ আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল মৃগী ইউনিয়নের দিকে আসছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। দুজনের গতি বেশির থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় সাদ বিশ্বাসকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসক সাদকে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করেন। বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে রোগীর অবস্থা খুবই খারাপ মনে হয়। দ্রুত অ্যাম্বুলেন্সে সাদকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, সকালে দুই মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সাদ বিশ্বাস নামে এক যুবক মারা গেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছেন। আইনগত বিষয় মনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্ত/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]