
ঝিনাইদহে ২০০ ওয়াক্ত (৪০ দিন) মসজিদে জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন ৫ শিক্ষার্থী। সদর উপজেলার বংকিরা গ্রামের সায়াদাতিয়া বায়তুল মা'মুর জামে মসজিদ প্রাঙ্গণে এসব বাইসাইকেল উপহার হিসেবে বিতরণ করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের জামে মসজিদ কমিটির উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শিশু কিশোরদের অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে এবং নামাজের প্রতি আগ্রহী করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় মসজিদ কমিটি। দেশের প্রতিটি এলাকায় এ ধরণের উদ্যোগ নেয়া হলে শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটবে বলেও জানান এলাকাবাসী। মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পাওয়ায় খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।
সায়াদাতিয়া বায়তুল মা'মুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাকুব মোহাম্মদ আল হাসান বলেন, শিশু কিশোররা মোবাইল ফোন ও মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এলাকার কিশোরদের মাদক ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহন করি।
শিক্ষার্থীরা উপহার পেয়ে খুব খুশি। শিশু কিশোরদের ধর্মীয় নৈতিক শিক্ষায় আগ্রহী করা গেলে সমাজটা সুন্দর ভাবে গড়ে তোলা যাবে।
অনুষ্ঠানে এছাড়াও আরো ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লীর মাঝে জায়নামাজ, টুপি ও মেসওয়াক উপহার দেয়া হয়।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]