পানি কিনতে গিয়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৩:০৪
পানি কিনতে গিয়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার দাউদকান্দিতে মো. মামুন (৩৮) নামের যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শুক্রবার (২৫ জুলাই) রাত ১২টার দিকে দাউদকান্দির গৌরিপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে ওঠেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার (আল মামুন) ওপর হামলা করে। এসময় এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


স্থানীয় বাসিন্দাদের দাবি, মামুন গৌরিপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। আগে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৪টায় উপজেলার গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালীন মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশিয় তৈরি মদসহ তাকে আটক হয়ে কারাগারে পাঠায়। পরে সে জামিনে বের হয়।


ওসি জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মরদেহ পড়ে আছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com