
নরসিংদীর পলাশে রেললাইন থেকে অজ্ঞাত (২৬) যুবকের ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার ঘোড়াশাল থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে টান ঘোড়াশাল এলাকার রেললাইনে কয়েকজন যুবক ঘুরতে বের হন। এ সময় তারা রেললাইনের রক্তের দাগ ও নিচে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখতে পায়। কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা তারা জানাতে পারেনি।
তবে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের বুকিং সহকারী মাসুদ সরকারের ধারণা, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ঘোড়াশালে রেললাইনের নিচে একজনের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়েছি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]