উখিয়া র‌্যাবের মোবাইল কোর্টে ১১১ বস্তা সরকারি চাউল জব্দ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ২২:৫৪
উখিয়া র‌্যাবের মোবাইল কোর্টে ১১১ বস্তা সরকারি চাউল জব্দ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়া থানাধীন চৌধুরীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্য অধিদপ্তরের ১১১ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৩,৩৩০ কেজি) আতপ চাউল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।


র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় র‌্যাব মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে।


এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর, সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহ আহমেদকে সাথে নিয়ে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন হলুদিয়া পালং ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে খাদ্য অধিদপ্তরের সরকারি সর্বমোট ১১১ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৩,৩৩০ কেজি) আতপ চাউল উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত চাউলের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসি ল্যান্ড, উখিয়া এর মাধ্যমে খাদ্য গুদামে জমা করা হয়েছে।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com