
সাভারের আশুলিয়ায় চার কেজি গাঁজাসহ পারভীন বেগম (৪৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
১৩ মে, সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
এর আগে রবিবার (১২ মে) সন্ধ্যায় আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভীনের গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা থানার মোবারকপুর এলাকায়। তার বাবার নাম মৃত আলাল মিয়া। বর্তমানে তিনি আশুলিয়ার গাজীরচট উত্তরপাড়া এলাকায় স্বামী আক্তার হোসেন মিন্টু ওরফে মোকসেদের সঙ্গে বসবাস করতেন।
ডিবির ওসি রিয়াজ উদ্দিন জানান, গোপন সংবাদে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পারভীন নামে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য এনে আশপাশের এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]