বদলগাছীতে গৃহবধূ হত্যার অভিযোগ
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১৬:৪৩
বদলগাছীতে গৃহবধূ হত্যার অভিযোগ
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর বদলগাছী উপজেলার যৌতুকের দাবিতে রিক্তা বানুর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ করা হয়েছে।


১৩ মে, সোমবার সকালে গৃহবধূর মা এ অভিযোগ করেন। গৃহবধূর মা’র জবানবন্দি গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।


এরপর তিনি মামলাটি সংশ্লিষ্ট বদলগাছী থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করার আদেশ দেন। একই সাথে ঘটনাটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা শাখা (ডি.বি), নওগাঁকে নির্দেশ দেন।


আদালত সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার বারফলা গ্রামের গৃহবধূ রিক্তা বানুর চলতি বছরের ৩০ জানুয়ারি একই গ্রামের ছামদুলের ছেলে পিন্টু রহমানের সাথে বিয়ে হয়। বাদীর মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। বাদীর মেয়ের বিয়ের পর থেকেই পিন্টু রহমান দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।


চলতি বছরের ২৯ এপ্রিল ছামদুলের ছেলে পিন্টু রহমান, কুরানার ছেলে ছামদুল, ছামদুলের স্ত্রী রওশন আরা, গোলা সোনারের ছেলে বাবুল সোনার যৌতুকের জন্য বাদীর মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে।


গৃহবধূর মা বদলগাছী থানায় মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মামলা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। মৃত গৃহবধূর মা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে নালিশি মামলা দায়ের করেন।


বিবার্তা/শামীনূর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com