রাজবাড়ীতে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৮:৪৩
রাজবাড়ীতে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে অস্ত্র মামলায় মোঃ নুর ইসলাম শেখ (২৭) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদলত।


বুধবার (৪ অক্টোবর) রাজবাড়ী বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার অস্ত্র আইনে এ রায় প্রদান করেন।


দণ্ডপ্রাপ্ত মোঃ নুর ইসলাম শেখ সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাড়িয়া গ্রামের মোঃ আবেদ আলী শেখের ছেলে। এ মামলায় জামিনে ছিলেন আসামী মোঃ নুর ইসলাম। রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২১শে মে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশন এর সামনে ডান পাশে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে থেকে ফরিদপুর র‍্যাব-৮ ২নং কোম্পানীর ডিএডি মুন্সী আলমগীর সঙ্গীয় এসআই এস.এম মনিরুল হোসেনসহ আসামী মোঃ নুর ইসলাম শেখকে একটি দেশীয় তৈরি এল.জি সহ গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব রাজাবড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার মামলা নং- ২১।


বিবার্তা/মিঠুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com