রাজশাহীতে জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ২
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৪
রাজশাহীতে জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ২
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাঘায় জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে বাঘা পাকুড়িয়া ঘোষপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- জোত কাদিরপুরপুরের মৃত রনজিত কুমার মালাকারের ছেলে শ্রী মিলন মালাকার (৩০) ও পাকুড়িয়ার কাইয়ুম উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর।


২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই মাহাবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে বাঘা পাকুড়িয়া ঘোষপাড়া গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বাড়ির গেটের সামনে অভিযান পরিচালনা করে।


এসময় জাহাঙ্গীর ও জোত কাদিপুর গ্রামের মৃত রনজিত কুমার মালাকারের ছেলে শ্রী মিলন মালাকার (৩০) কে ১০০ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তারা ভারত থেকে ফেনসিডিল পাচার করে এনে এলাকায় বিক্রি করে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে।


এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।


মাদক নিয়ন্ত্রণে জেলা ডিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।


বিবার্তা/মোস্তাফিজুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com