
রাজধানীর শনির আখড়া নুরপুরের একটি বাসায় ছেলের উপর রাগ করে নাসরিন আক্তার (৪৫) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
১১ মে, শনিবার দুপুর আড়াইটার দিকে এ আত্মহত্যা ঘটনাটি ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই তোফাজ্জল হোসেন জানান, আমার ভগ্নিপতি বিদেশে থাকা অবস্থায় এক বছর আগে মারা যান। আজ পারিবারিক বিষয় নিয়ে তার বড় ছেলে নাফিজ আহমেদ অন্তরের সঙ্গে ঝগড়া হয়। এই নিয়ে আমার বোন ছেলের উপর রাগান্বিত হয়ে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, মৃতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার নারানদিয়া গ্রামে। বর্তমানে শনির আখড়া নুরপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী মৃত নাসির উদ্দিন। দুই ছেলের জননী ছিলেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]