খানসামায় পুষ্টি সপ্তাহে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ
প্রকাশ : ১১ মে ২০২৪, ১৭:১৫
খানসামায় পুষ্টি সপ্তাহে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার ৩ এতিমখানায় পুষ্টিবার্তা প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।


১১ মে, শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পাকেরহাট কেরাতুল কুরআন নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, ভান্ডারদাহ আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল কোরআন এতিমখানা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২শ শিক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণ ও পুষ্টি বার্তা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন ইউএনও মো. তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, গাইনি কনসালটেন্ট ডা. হাসিনা বানু ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবিরসহ সংশ্লিষ্টরা।


এ সময় বক্তারা এতিমখানার শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ দেন এবং লেখাপড়ার যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।


বিবার্তা/জামান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com