বিএনপি নির্বাচনের মাধ্যমে নয়, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা চায়: হানিফ
প্রকাশ : ১১ মে ২০২৪, ১৮:৪৭
বিএনপি নির্বাচনের মাধ্যমে নয়, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা চায়: হানিফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশ যখন উন্নয়নের ধারায় ধাবিত হচ্ছে তখন বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। তারা (বিএনপি) মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা নির্বাচনমুখী নয়। তারা আন্দোলন করে কিন্তু ভোট করে না। কারণ, তারা নির্বাচনের মাধ্যমে নয়, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা চায়।


১১ মে, শনিবার দুপুরে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ মন্তব্য করেন।


হানিফ বলেন, ‘বাংলাদেশে কখনো অবৈধ পন্থায় সরকার গঠনের সুযোগ দেবে না। যারাই চেষ্টা করেছে তাদের অতীতে যেমন এই দেশের মানুষ রাজপথে প্রতিহত করেছে, ভবিষ্যতেও তেমনি দেশের মানুষ এসব চক্রান্ত নস্যাৎ করে দেবে। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে উন্নয়ন অগ্রগতির ধারায় এগিয়ে যাবো।’


ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম নির্বাচন মন্তব্য করে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনের মাধ্যমে যেমন স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়, তেমনি জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায়। কিন্তু আপনারা তো নির্বাচনে আসেন না তাহলে আপনাদের আন্দোলনের হেতুটা কী?’


হানিফ বলেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, অগ্রগতি চায়। পেছন দিকে ফিরে যেতে চায় না। হত্যা অবরোধের মাধ্যমে জ্বালাও-পোড়াও পছন্দ করে না। বাংলাদেশকে নিয়ে বিশ্বের মানুষ একসময় হতাশা প্রকাশ করেছিল। এখন তারাই বলছে, ২০৩১ সালের মধ্যে উন্নয়নশীল আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।’


তিনি আরও বলেন, বিদেশি প্রভুদের ওপর ভর করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। কিন্তু কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ দেশবাসী মেনে নেবে না।


সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী প্রমুখ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com