কাজ না দেওয়ায় প্রাণনাশের হুমকি, থানায় মামলা, আটক ২
প্রকাশ : ১১ মে ২০২৪, ১৯:৫৪
কাজ না দেওয়ায় প্রাণনাশের হুমকি, থানায় মামলা, আটক ২
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় কাজ না দেওয়ায় প্রকৌশলীর প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ৩ জন ঠিকাদারের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শুক্রবার (১০ মে) গণপূর্ত অফিসের তত্ত্ববধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে ১৪/১৫ জন অজ্ঞাতনামাসহ ৪ জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দাখিল করেছেন।


মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সরকারি ঠিকাদারি কাজ অনৈতিক ও অবৈধভাবে দাবি করে চকছাতিয়ানী মহলার মৃত রফিকুল ইসলামের ছেলে রাজিবুল হাসান রাজিব (৩৫), চক গোবিন্দা (চাঁদমারী নয়নামতি) মহল্লার জামাল উদ্দিনের ছেলে রোকনুজ্জামান তুষার (৪৪), কালাচাঁদ পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আকাশ (৪৩), ও কৃষ্ণপুরের মৃত মহন বিশ্বাসের ছেলে মো. রনা বিশ্বাস (৩৫)-সহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিম অফিস কক্ষে আকস্মিকভাবে প্রবেশ করে শক্তির মহড়া, দাপট প্রদর্শন, ভয়ভীতি, ত্রাস ও বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিম অফিস কক্ষে থাকা নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের নিকট বিভিন্ন সরকারি ঠিকাদারি কাজ অনৈতিক ও অবৈধভাবে দাবি করে। নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান তাদের অনৈতিক দাবি পূরণ করতে অস্বীকার করলে তারা নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করে সরকারি দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় অফিসের কর্মকর্তাগণ বাধা দিলে অভিযুক্ত আসামীরা প্রাণ নাশের হুমকি দিয়ে অফিস হতে চলে যায়।


এ বিষয়ে পাবনা সদর থানার ওসি মো. রওশন আলী মুঠোফোনে বলেন, শুক্রবার লিখিত অভিযোগ পেয়েছি। পরে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় শুক্রবার রাতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ২ জন অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালানো হয়েছে। ঘটনার পর থেকেই অনেকেই পলাতক রয়েছে। আশা করি খুব শীঘ্রই বাকি আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


বিবার্তা/পলাশ/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com