ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার
প্রকাশ : ১১ মে ২০২৪, ১৬:৫৮
ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।


শুক্রবার (১০ মে) রাতে উপজেলার পৌরসভা সংলগ্ন ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।


জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একদল ডাকাত একটি পিকআপ গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভালুকা থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত হলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে।


আটককৃত ডাকাতরা হলেন, ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আব্দুল সালামের ছেলে কাইয়ূম, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া এবং উপজেলার বিরুনীয়া ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ।


ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। আজ গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/সাজ্জাদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com