
বগুড়া সদরের পীরগাছাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণী নিহত হয়েছেন।
১১ মে, শনিবার দুপুর ১টার দিকে পীরগাছা-মহাস্থান সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আফছানা আক্তার নামের তরুণী নিহতের ঘটনা ঘটে।
এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২)। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আফছানা বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের কন্যা। এছাড়াও তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মোটরসাইকেল নিয়ে পীরগাছা থেকে মহাস্থান দিকে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে চালক গুরুতর আহত এবং মোটরসাইকেলে থাকা তরুণী ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তাওসিফ একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
বিবার্তা/রাহেনুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]