
দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাহিলি কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট ( সি এন্ড এফ এজেন্ট) অ্যাসোসিয়েশন এর দ্বি বার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি পদে আব্দুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক পদে জামিল হোসেন চলন্ত নির্বাচিত হয়েছেন।
১১ মে, শনিবার সকাল ১১টায় বাংলাহিলি অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সভাপতি আব্দুর রহমান লিটন এর সভাপতিত্বে ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন ঘোষণা করলে সভাপতি পদে আব্দুর রহমান লিটন ও ফেরদৌস রহমান এবং সা. সম্পাদক পদে মো. জামিল হোসেন চলন্ত, মো. জাবেদ হোসেন রাসেল ও মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে সাধারণ সদস্যরা পূর্বের সভাপতি ও সম্পাদককে পুনরায় দ্বায়িত্ব নেওয়ার দাবি জানালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তাদের প্রস্তাব প্রত্যাহার করে নেয়।
ফলে সভায় সর্ব সম্মতিক্রমে পুনরায় আব্দুর রহমান লিটনকে সভাপতি ও মো. জামিল হোসেন চলন্তকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল আজিজ, শাহিনুর রেজা শাহীন, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন রাসেল, শ্রী সুশান্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট, কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ আহসান চৌধুরী শাহিন, ক্রীড়া সম্পাদক রেজা আহমেদ বিপুল, সমাজ সেবক একরামুল মল্লিক রানা, প্রচার সম্পাদক এনামুল হক, তথ্য সম্পাদক মমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক হোসনে আরা ফেন্সি, মহিলা সম্পাদিকা আখতার জাহান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান বাবুল প্রমুখ। কার্যকরী সদস্যরা হলেন, হারুনুর রশিদ, কমলেশ চক্রবর্তী, আবু তোরাব, হাফিজুর রহমান, মানিক মিয়া, আব্দুল মান্নান, ডিএম আলমগীর হোসেন, জাকির হোসেন ও সারোয়ার হোসেন জনি।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হাকিমপুর থানার ওসি মো. দুলাল হোসেন সহ আরও অনেকে।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]