যমুনায় বিলীন হচ্ছে কাঠমা গ্রাম, এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৯
যমুনায় বিলীন হচ্ছে কাঠমা গ্রাম, এলাকাবাসীর মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রাম অব্যাহত যমুনা ভাঙ্গনে বিলীন হওয়ায় ভাঙ্গন রোধে মানববন্ধন করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গন কবলিত কাঠমা এলাকাবাসীর আয়োজনে যমুনা নদীর তীরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাঙ্গনে হুমকির মূখে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।


মানববন্ধন চলাকালে কাঠমা মাদ্রাসার সুপার ফজলুল হক, প্রধান শিক্ষক আব্দুল্লাহ, ইদ্রিস বিএসসি, জহুরুল ইসলাম, বদিউজ্জামান,রেজাউল করিমসহ অনেকেই বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে কাঠমা এলাকার মানুষের ফসলী জমি ও ঘরবাড়ি যমুনার অব্যাহত ভাঙ্গনে নদীতে বিলীন হচ্ছে। এখন ভাঙ্গন আরও তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে অর্ধশতাধিক মানুষের বসতবাড়ি নদী করাল গ্রাসে বিলীন হয়েছে। জরুরি ভিত্তিতে কাঠমা এলাকা যমুনা নদী ভাঙ্গন রোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ৩ হাজার ভোটার অধ্যুষিত কাঠমা গ্রামের মানুষের ঘরবাড়ি, শিক্ষা, প্রতিষ্ঠান ও ফসলী জমিসহ বিস্তীর্ণ এলাকা যমুনা গর্ভে চলে যাবে। তাই ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।


বিবার্তা/ওসমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com