লামায় পাহাড় কেটে জরিমানা গুনলেন ৪ ইটভাটা মালিক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৫
লামায় পাহাড় কেটে জরিমানা গুনলেন ৪ ইটভাটা মালিক
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহের দায়ে বান্দরবান জেলার লামা উপজেলার ৪টি ইটভাটাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীরছড়া এলাকার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।


অভিযানের সময় জরিমানা গুণলেন- বিএমডব্লিউ ব্রিকসের প্রোপাইটর মো. নুরুল আমিন ৮০ হাজার টাকা, ইউবিএম ব্রিকসের প্রোপাইটর মুজিবুল কবির চৌধুরী ৮০ হাজার টাকা, ফোর বিএমের প্রোপাইটর মো. খায়ের উদ্দিন মাস্টার ১ লাখ টাকা ও ওয়াই এমবি’র প্রোপাইটর শওকত ওসমান ১ লাখ টাকা।


সূত্র থেকে জানা যায়, আসন্ন মৌসুমকে কেন্দ্র করে উপজেলার ফাইতং ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটার মালিক অবৈধভাবে বুল ড্রোজার লাগিয়ে পাহাড় কেটে মাটি সংগ্রহ করছেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভুমি) নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা পাগলীর ছাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৪ ইটভাটাকে জরিমানার আদেশ দেন ভ্রাম্যামান আদালতের বিচারক এস এম রাহাতুল ইসলাম।
এ বিষয়ে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ এর-খ ধারায় ইটের ভাটায় অবৈধভাবে পাহাড় কাটায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/আরমান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com