ভূঞাপুরে নির্বাচনি সহিংসতায় হামলা ও ভাঙচু‌রের অ‌ভি‌যোগ
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৬:৩৮
ভূঞাপুরে নির্বাচনি সহিংসতায় হামলা ও ভাঙচু‌রের অ‌ভি‌যোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প‌রিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা দোকানপাট, বাড়িঘর ও নির্বাচনি অফিস ভাঙচুর করার ঘটনা ঘ‌টে‌ছে। এই ঘটনায় ৩ জন আহত হ‌য়েছে।


শনিবার (১৮ মে) রাত ১টা ৩০ মিনিটে উপজেলার ফলদা ইউনিয়নের তাড়াই, ধুবলিয়া গ্রামে ও পাছতেরিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।


জানা যায়, রাতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী টিউবওয়েল মার্কার সমর্থকরা মোটরসাইকেলযোগে পাছতেরিল্লা এলাকায় যাওয়ার সময় তাড়াই এলাকায় তালা মার্কার সমর্থকদের সাথে বাকবিতণ্ডায় জড়ি‌য়ে প‌ড়ে। এরপর ফেরার প‌থে আবারও বাকবিতণ্ডার একপর্যা‌য়ে দুইপ‌ক্ষের পাল্টাপা‌ল্টি হামলা হয়। অ‌তি‌রিক্ত পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। প‌রে তালা মার্কার সমর্থকরা এক‌ত্রিত হ‌য়ে ধুবলিয়া গ্রামের কানছু সেখের ছেলে ও হেলিকপ্টারের সমর্থক রেজাউল, একই গ্রামের মেহের আলীর ছেলে রনি মিয়া ও আনোয়ার হোসেনের বসত বা‌ড়ি ও ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে হামলা ক‌রে। হামলায় তিনজন আহত হয়। এছাড়াও কোমলমতি শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।


স্থানীয়রা জানান, উপ‌জেলা প‌রিষ‌দ নির্বাচ‌নকে কেন্দ্র ক‌রে ধুবলিয়া গ্রামের রেজাউল, জয়নাল রনির বাড়িঘর ভাঙচুর ক‌রে। এছাড়া রনির কম্পিউটারের দোকান ও পাঁছতেরিল্লার সোহেল তালুকদারের ঔষধের দোকান ভাঙচুর করে। এরআগে রাত ১২টার দিকে এক‌টি মিছিল বের হয়। এসময় ওই মি‌ছিলকারী‌দের হা‌তে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা ছিল। মি‌ছি‌লে থাকা লোকজন বা‌ড়ি ঘর ভাঙচুর ক‌রে এবং প্রাণনা‌শের হু‌মকি দেয়।


স্থানীয়রা জানান, শনিবার রাতে ইউপি সদস্য হারুণ-অর-রশীদের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে দোকান ও বসত বাড়িতে হামলা চালায়। বিকট শব্দে আমরা ঘুম থেকে উঠে এগিয়ে আসলে তারা চলে যায়। এমন ন্যাক্কারজনক ঘটনায় বাড়িতে থাকা শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনার নিন্দা জানান তারা।


ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আহসান উল্ল‌্যাহ জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত শে‌ষে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।


উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও সহকা‌রি রিটা‌র্নিং কর্মকর্তা মামুনুর রশীদ জানান, নির্বাচনি স‌হিংসতার বিষয়‌টি ‌জে‌নে‌ছি। আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।


বিবার্তা/বাবু/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com