ভারতে গিয়ে ‘নিখোঁজ’ ঝিনাইদহের এমপি আনার
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৮:১২
ভারতে গিয়ে ‘নিখোঁজ’ ঝিনাইদহের এমপি আনার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ ৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসার জন্য গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ১১ মে থেকে ১৫ মে পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ থাকলেও বৃহস্পতিবার থেকে পরিবারের লোকজন সহ নেতাকর্মীরা সাংসদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন বলে জানা যায়। ৪দিন অতিবাহিত হলেও পরিবারসহ দলীয় নেতাকার্মীদের সাথে যোগাযোগ না হওয়ায় তারা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন । তাদের দাবি প্রধানমান্ত্রীর হস্তক্ষেপে দ্রুত এবং সুস্থভাবে এই সাংসদকে দেশে ফিরিয়ে আনা হোক ।


পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ মে ভ্যানে চড়ে চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসার উদ্দেশে রওনা হন সাংসদ আনোয়ারুল আজীম আনার। এরপর তিনি ভারতের কলকাতা তার এক বন্ধুর (গোপাল) বাড়িতে অবস্থান করেন। সেখানে যাওয়ার পর নিয়মিতই পরিবারের সাথে যোগযোগ থাকলেও গত বৃহস্পতিবার (১৬ মে) থেকে পরিবার এবং দলীয় নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন আছে।


শনিবার থেকে ঘটনা জানাজানি হলে নেতাকর্মীসহ সকলেই চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা দাবি করেছেন একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাকে সুস্থভাবে ফিরিয়ে আনা সম্ভব। এমনটিই দাবি করেছেন সাংসদ আনারের একমাত্র কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। তবে তার পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলেও তিনি জানান ।


তার ভাই ইমান আলী জানান, বিভিন্ন ব্যস্ততায় তাকে বিভিন্ন সময়ে দেশের বাইরে যেতে হয়। কিন্তু এমন ঘটনা কখনই হয়নি। এই প্রথম সে কলকাতা তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করে। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার প্রধান যদি চান তবে অবশ্যই তাকে ভালোভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি দাবি করেন।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, ভারত সরকারকেই তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে দিতে হবে ।


কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ বলেন, সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় এমপি মহোদয়ের নিখোঁজ থাকার খবর শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে কেউ কিছুই জানায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগও করেনি।


উল্লেখ্য আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।


বিবার্তা/রায়হান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com