নেত্রকোণায় জমি বিরোধে প্রতিপক্ষের আঘাতে যুবকের মৃত্যু
প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:২৩
নেত্রকোণায় জমি বিরোধে প্রতিপক্ষের আঘাতে যুবকের মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণা সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে খায়রুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় এক নারীসহ তিনজন গুরতর আহত হয়েছেন।


রবিবার (১৯মে) দুপুরে উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে এ ঘটনা ঘটে। খায়রুল ওই ইউনিয়নের বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের লাইট গ্রামের আব্দুস সাত্তারের সাথে এলাকার রাকেল মিয়ার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে ওই বিরোধপূর্ণ জমিতে খুঁটি বসাতে গেলে দুই পক্ষের মাঝে ঝগড়ার সৃষ্টি হয় এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সাত্তারের পক্ষের খায়রুল ইসলামসহ চারজন গুরুতর আহত হয়।


পরে তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস ছাত্তার,রোকিয়া আক্তার ও আজাহার মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/সউদ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com