
ফেনীতে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দক্ষিণ লাঙ্গলমোড়া ও রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম শাহীন মুহাম্মদ অভি (১৭)। মাদরাসা থেকে ফেরার পথে লাঙ্গলমোড়া নামকস্থানে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের জালাল মাস্টার বাড়ির ফজলুল করিমের ছেলে ও নিজকুঞ্জরা ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
পৃথক ঘটনায়, উপজেলার উত্তর কহুয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় মাহাদী হাসান (২০) নামে এক যুবকের। সে ওই এলাকার মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বজ্রপাতে পৃথক স্থানে এক শিক্ষার্থী ও এক যুবকের মৃত্যু হয়েছে।
বিবার্তা/মনির/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]