
অস্ট্রেলিয়ার মেলবোর্নস্থ বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলে ‘বিশ্ব মা দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে, রবিবার স্থানীয় সময় বিকেল তিনটায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কিংবদন্তি অভিনয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি জহুর।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রধান অতিথি ডলি জহুরের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি ডলি জহুর তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় এ বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মা হলো সন্তানের জন্য বটবৃক্ষ , যিনি সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন। তিনি আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষায় শুদ্ধভাবে কথা বলার চর্চা অব্যাহত রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মা দিবস উপলক্ষ্যে মাকে নিয়ে সুন্দর মুহূর্তের স্মৃতিচারণ করেন। তাদের জীবনে ও পরিবারে মায়ের ভূমিকা নিয়ে কথা বলেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে মা দিবসের কেক কাটেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকগণ ও ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবার্তা/সাবিহা/রোমেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]