পঞ্চম রাতেও সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৪
পঞ্চম রাতেও সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত শাসিত পহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পঞ্চম রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা পাঁচরাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। তবে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনারা টানা পঞ্চম রাতেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী ‘পরিমিত এবং কার্যকর’ জবাব দিয়েছে।


এই গোলাগুলির ঘটনা ঘটেছে কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীত দিকের এলাকা এবং আখনুর সেক্টরের কাছে।


গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পঞ্চম রাতের মতো গোলাগুলির ঘটনা ঘটল।


ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৮-২৯ এপ্রিল রাতে, পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে, আখনুর সেক্টরে বিনা উসকানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনী এই উসকানির পরিমিত এবং কার্যকরভাবে জবাব দিয়েছে।’


প্রতিবেদনে আরও দাবি করা হয়, বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থান লক্ষ্য করে গুলি চালাচ্ছে।


তবে এ বিষয়ে পাকিস্তানি গণমাধ্যমে এখনও কোনো তথ্য জানানো হয়নি।


মঙ্গলবার পহেলগাম হামলার সাথে সীমান্ত সংযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত গত বুধবার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। এর জবাবে পাকিস্তানও বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ ঘোষণা করে।


মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামের বৈসারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন পর্যটক নিহত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com