জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮
জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আওমোরি উপকূলে ২০ কিলোমিটার গভীরে


শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে আঘাত হানে বলে জানিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। ভূমিকম্পের পরই এক মিটার উঁচু পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্সের।


এর মাত্র চার দিন আগে, সোমবার, একই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পের পর থেকেই জাপান সরকার হোক্কাইডো থেকে শুরু করে টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় সম্ভাব্য শক্তিশালী আফটারশকের ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করেছিল। বিশেষজ্ঞদের ভাষায়, এক সপ্তাহ পর্যন্ত যে কোনো সময় বড় ধরনের কম্পন ফিরে আসার ঝুঁকি থাকে-এবং সেটিই এখন বাস্তবে দেখা দিচ্ছে বলে মনে করছেন অনেকে।


শুক্রবারের ভূমিকম্পটি জাপানের শক্তিমাপক স্কেলে ৪ হিসেবে চিহ্নিত হয়েছে, যা মাঝারি মাত্রার ঝাঁকুনি অনুভূত হওয়ার নির্দেশ করে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও উপকূলীয় এলাকাগুলোতে উদ্ধার ও জরুরি ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।


সরকার জানিয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জেএমএ জানিয়েছে, আগের ভূমিকম্পের পর পৃথিবীর টেকটোনিক প্লেট এখনো অস্থিতিশীল অবস্থায় থাকতে পারে, ফলে আফটারশক আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির ওপর আরও তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com