মাত্র ১ দিনেই ভারতের ভিসা পাবেন বাংলাদেশিরা
প্রকাশ : ১৯ মে ২০২৪, ২১:৪৬
মাত্র ১ দিনেই ভারতের ভিসা পাবেন বাংলাদেশিরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পেতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। বিশেষ করে যারা ভ্রমণপিপাসু তাদের তো ঝামেলার শেষ নাই। তবে এখন থেকে খুব সহজেই মিলবে এই ভিসা। মাত্র ১ দিনেই পাওয়া যাবে ভারত ভ্রমণের ভিসা।


তবে, এ সুবিধা শুধু তারাই পাবে যারা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন। ভারত বাংলাদেশের খুবই নিকটে তার জন্য বাংলাদেশের মানুষেরা অধিাকংশ চিকিৎসা নিতে ভারতে যায়। যাতে কম সময়ে বাংলাদেশিরা মেডিক্যাল ভিসা’ পায় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।


কিছু শর্ত আছে, সে শর্তগুলো মেনে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবেন মেডিক্যাল ভিসা। এর জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল।


আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হত বাংলাদেশিদের। কিন্তু এখন অনেক কম সময়ে সেই ভিসা দেয়া হচ্ছে। এটা যাতে আরও কম সময়ে দেয়া যায় সেই জন্য ভারতের কাছে আবেদনও করেছে বাংলাদেশ।


ভারতীয় হাই-কমিশন জানিয়েছেন, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের ৬ দেশ এক ভিসাতেই সফরের সুযোগ। শারীরিক অসুস্থতার সঙ্গে কোনরকমভাব আপোস করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষ যাতে দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।


দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ নেয়ার উদ্দেশ্য হল রোগীদের আরও বেশি সুবিধা দেয়া। পোর্টালটিকে রোগীভিত্তিক করাই হল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে রোগীর পরিবার স্বচ্ছ তথ্য পাবেন। একই সঙ্গে হাসপাতালগুলোর কাজ সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পাবেন রোগীর পরিবারের লোকজন। এই রাজ্যে চিকিৎসা করাতে এসে তাদের আর কোনও রকম সমস্যার মধ্যে পড়তে হবে না।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com