কেরানীগঞ্জে একটি অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান ও জরিমানা
প্রকাশ : ১৯ মে ২০২৪, ২১:৪০
কেরানীগঞ্জে একটি অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান ও জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের খাগাইল জিয়ানগর মোড় এলাকায় জেনেরিক অ্যাগ্রো নামের একটি অবৈধ জুস তৈরির কারখানায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার করে।


১৯ মে, রবিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।


এ সময় কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন দেশি-বিদেশি মোড়কে ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংকস, ফুড কালার, মসলা সহ প্রায় ২৫ ধরনের অবৈধ আইটেম সহ প্রায় অর্ধশত আইটেমের মোড়ক ও কাঁচামাল পাওয়া যায়।


অভিযানে অবৈধভাবে এ সকল পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিকপক্ষের শেখ মোহাম্মদ সানাউল্লাহসহ তিনজনের উপস্থিতিতে মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৭০ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ধারা ৩৭, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৫০ অনুযায়ী অভিযোগ গঠন করে ১০ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানা ও কারখানা কম্পাউন্ডে মালিকপক্ষের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


এ সংক্রান্তে ৫ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়। যথাসময়ে জরিমানা পরিশোধ করা না হলে পরবর্তীতে অধিকতর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com