যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৭
যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের রামুর রাজারকুল ডিয়েন পাড়ায় খুরশিদা আক্তার নামে এক নারীকে শশুরবাড়িতে খুনের অভিযোগ তুলছে তার পরিবার। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবী তিনি আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। ভোরে মরদেহটি হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী বোরহান উদ্দিন। মরদেহটি বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের লোকজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।


নিহত খুরশিদার বাবার বাড়ি খুরুশকুলের মনুপাড়ায়। ৫ বছর আগে বোরহান উদ্দিনের সাথে বিয়ে হয় তার। তাদের দুই সন্তানও রয়েছে। তার পরিবারের অভিযোগ, স্বামী বোরহান উদ্দিন কখনো বিদেশ যাওয়ার নামে আবার কখনো গাড়ি কিনে দেয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দিতে খুরশিদাকে নির্যাতন চালাতেন। শেষ পর্যন্ত দাবি পূরণ না করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


নিহতের পরিবার দাবি করেন, মঙ্গলবার ভোর ৫ টায় খুরশিদা মোবাইলে কল দিয়ে জানায় তাকে মারধর করা হচ্ছে। এই ফোনের পর পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে না হতেই ফের খবর আসে হাসপাতালে নেয়া হয়েছে খুরশিদাকে।


তবে অভিযুক্ত স্বামী বোরহান উদ্দিনের বাবার দাবি খুরশিদাকে খুন করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন।


পুলিশ বলছে, ময়নাতদন্তের পর জানা যাবে খুরশিদাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন।


তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী বোরহান উদ্দিন। ঘটনার রহস্য উদঘাটন করতে বোরহান উদ্দিন ও তার পরিবারের লোকজনকে আইনের আওতায় আনার দাবি খুরশিদার পরিবারের।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com