
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে চার তলা ছাদ থেকে পড়ে মোহাম্মদ পারভেজ (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত পারভেজ পেশায় একজন পাঠাও চালক ছিলেন।
৩ মে, শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে মারা যান তিনি।
নিহতের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আমার ছেলে পাঠাও চালক ছিল, আজ সকালে চারতলার ছাদে একটি জি আই পাইপ উঠানোর সময় ওই পাইপসহ সে নিচে পড়ে যায়। পরে আমরা ওকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সে।
তিনি বলেন, গত দুই বছর আগে পারভেজের মা মারা যান। এরপর থেকে আমরা বাপ ছেলে এই বাসায় বসবাস করে আসতেছি। এখন সেও চলে গেল, আমার আর কিছুই রইল না, আমার ছেলের উপর ভর করে চলতাম আমি ৭০০০ টাকা ঘর ভাড়া দিতাম এখন কীভাবে চলবো তা বুজতে পারছি না।
তিনি আরো বলেন, আমাদের বাড়ি নোয়াখালী জেলার সদরে। বর্তমানে খিলগাঁও থানাধীন পূর্ব গোড়ান ১০ নং রোডের ৩১৪ নং বাসার চতুর্থ তলায় আমরা বাপ ছেলে থাকতাম।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]