
রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপির কর্ণহার থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আমিনুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকার মৃত খরু মন্ডলের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি আমিনুল ইসলামের বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ।
২ মে, বৃহস্পতিবার রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি আমিনুল ইসলাম কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এসআই আব্দুল মোমিন ও তাদের টিম দিবাগত রাত ১ টায় অভিযান পরিচালনা করে আসামি আমিনুল ইসলামকে ধর্মহাটা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]