ঝিনাইদহে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৬
ঝিনাইদহে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঝিনাইদহ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে মদনমোহন মন্দিরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় ।


ধর্মীয় এ শোভাযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস ।


এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, মন্দির ভিত্তিক শিশু ও গবেষনা সহকারী প্রকল্প পরিচালক মৌসুমী সুলতানাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নানা শ্রেণী পেশার মানুষ।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন ।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com